কনকনে ঠান্ডা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চলতি বছরের প্রথম দল হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছেছেন ৩২ জন অভিবাসী। যুক্তরোজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অভিবাসী নিয়ে একটি নৌকা ব্রিটিশ উপকূলে এসে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি নতুন বছরের প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা। গত এক বছর ধরে অভিবাসনের হার বৃদ্ধির পর এই অভিবাসন ব্যবস্থা চালু হয়েছে। গত বছর ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৫ হাজার বেশি। অনিয়মিত অভিবাসন রোধে যুক্তরাজ্য সরকারের বর্ধিত পদক্ষেপ সত্ত্বেও এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ ডিসেম্বরে বলেছিল, ২০২৪ সালের জুলাই থেকে দেশে অবৈধভাবে থাকা প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। যা আগের ১৬ মাসের তুলনায় ২৩ শতাংশ বেশি।
২০২৫ সালের আগস্টে অবৈধ ক্রসিং কমানোর লক্ষ্যে যুক্তরাজ্য-ফ্রান্স চুক্তি কার্যকর হয়। যা একটি পাইলট প্রকল্পের আইনি ভিত্তি প্রদান করে। যার অধীনে চ্যানেল অতিক্রমকারী প্রাপ্তবয়স্ক অভিবাসীদের আশ্রয় দাবি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হলে তাদের ফেরত পাঠানো হয়।