রয়টার্স : যৌন নিপীড়নের একটি মামলা নিয়ে গত দুইদিন উত্তপ্ত উত্তর আয়ারল্যান্ডের শহর ব্যালিমেনা। তার রেশ ধরে গত মঙ্গলবার অজ্ঞাত মুখোশধারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং একাধিক ঘরবাড়ি-যানবাহন জ্বালিয়ে দিয়েছে। রাজধানী বেলফাস্ট থেকে ৪৫ কিলোমিটার দূরবর্তী ব্যালিমেনা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছেন, শহরে মারাত্মক বিশৃঙ্খলা সামাল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সাধারণ মানুষকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান করেছেন তারা। দাঙ্গাকারীরা পেট্রোল বোমা, ধাতব টুকরো এবং আশপাশের দেয়াল ভেঙে সংগ্রহ করা ইট-পাথর ছুড়ে মারলে দায়িত্বরত দাঙ্গা পুলিশের সদস্যরা জলকামান ও প্লাস্টিকের গুলি ব্যবহার করে পাল্টা প্রতিক্রিয়া জানায়। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, দাঙ্গাকারীদের আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। তারা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাঝরাতের পরেও শহরজুড়ে পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পাওয়া গেছে। সহিংসতার নিন্দা জানিয়ে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ সরকার ও স্থানীয় রাজনীতিকরা। ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হিলারি বিন বলেছেন, ব্যালিমিনায় যে ভয়ংকর দৃশ্য আমরা দেখলাম, উত্তর আয়ারল্যান্ডে তা সহ্য করা হবে না। আগের রাতেও শরটিতে ঘরবাড়ি ও দোকানপাটে হামলা চালায় দাঙ্গাকারীরা। ওই রাতে চারটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কিছু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জানালা-দরজা ভাঙচুর করা হয়। পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। ওই সংঘর্ষে পুলিশের ১৫ জন কর্মকর্তাও আহত হন। তাদের মধ্যে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার এক যৌন নিপীড়নের মামলা থেকে এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। এক কিশোরীর বিরুদ্ধে নিপীড়ন চালানোর দায়ে দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আমেরিকা
উ. আয়ারল্যান্ডে দাঙ্গাকারীদের হামলায় আহত পুলিশ জ্বলছে ঘড়বাড়ি
যৌন নিপীড়নের একটি মামলা নিয়ে গত দুইদিন উত্তপ্ত উত্তর আয়ারল্যান্ডের শহর ব্যালিমেনা। তার রেশ ধরে গত মঙ্গলবার অজ্ঞাত মুখোশধারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং একাধিক ঘরবাড়ি-যানবাহন জ্বালিয়ে দিয়েছে।