সিএনএন : ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্বের চাবিকাঠি এখন অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত এই দেশটির নিয়ন্ত্রণ নিতে বর্তমানে দুই নারী নেত্রীÍমারিয়া করিনা মাচাদো এবং ডেলসি রদ্রিগেজ এক তীব্র লড়াইয়ে নেমেছেন। তাদের প্রধান লক্ষ্য একদিকে দেশের ক্ষমতা নিজেদের অনুকূলে রাখা এবং অন্যদিকে ট্রাম্পের সমর্থন আদায় করা। বিরোধীদলীয় নেতা এবং নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো দীর্ঘ দিন ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর লড়াই করে আলোচনায় এসেছেন। সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মাচাদো আবার সক্রিয় হয়ে উঠেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেলসি রদ্রিগেজ মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
আমেরিকা
ভেনেজুয়েলার ভাগ্যবিধাতা কে
ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্বের চাবিকাঠি এখন অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত এই দেশটির নিয়ন্ত্রণ নিতে বর্তমানে দুই নারী