রয়টার্স : যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পকে ‘অত্যন্ত বিপজ্জনক ও হুমকিস্বরূপ পদক্ষেপ’ হিসেবে সমালোচনা করেছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-কে জানায়, গোল্ডেন ডোম পরিকল্পনা মহাকাশভিত্তিক পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির শামিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ মে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নকশা বেছে নেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে ১৭৫ বিলিয়ন ডলারের এই উচ্চাভিলাষী কর্মসূচির একজন প্রধানের নাম ঘোষণা করেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা গবেষণা ইনস্টিটিউট রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-কে জানায়, গোল্ডেন ডোম পরিকল্পনা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এমন এক উদাহরণ যা আত্মঅহংকার, ঔদ্ধত্য, একচেটিয়া ও স্বেচ্ছাচারী আচরণের চূড়ান্ত রূপ। এটি মহাকাশভিত্তিক পারমাণবিক যুদ্ধের চিত্র। এই পরিকল্পনার লক্ষ্য হলো পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান শত শত উপগ্রহের মাধ্যমে একটি জটিল সেন্সর ও ইন্টারসেপ্টর নেটওয়ার্ক গড়ে তোলা, যা চীন, ইরান, উত্তর কোরিয়া বা রাশিয়ার মতো দেশ থেকে ছোড়া শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর সেগুলোকে ধ্বংস করে দেবে।
আমেরিকা
মার্কিন মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপজ্জনক ও হুমকিস্বরূপ-উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পকে ‘অত্যন্ত বিপজ্জনক ও হুমকিস্বরূপ পদক্ষেপ’ হিসেবে সমালোচনা করেছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয়