রয়টার্স : কাতারের কাছ থেকে বিলাসবহুল বোয়িং জেট উপহার হিসেবে নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান বা প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহারের জন্য এটিকে কাতারের রাজপরিবারের কাছ থেকে গ্রহণ করার পরিকল্পনা করছেন তিনি। গত রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প নিজেই এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তবে ডেমোক্র্যাট এবং ‘গুড গভর্ন্যান্স’ কর্মীরা বলেছেন, কাতারের পক্ষে এমন উপহার দেওয়া অনৈতিক এবং সংবিধানবিরোধী। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তথ্যটি হলো, প্রতিরক্ষা বিভাগ একটি উপহার পাচ্ছে- একেবারেই বিনা মূল্যে- একটি ৭৪৭ বিমান, যা ৪০ বছর পুরোনো এয়ার ফোর্স ওয়ানের (প্রেসিডেন্টের সরকারি বিমান) বিকল্প হিসেবে অস্থায়ীভাবে ব্যবহৃত হবে। এটি একটি খোলামেলা ও স্বচ্ছ লেনদেন। অথচ দুর্নীতিপরায়ণ ডেমোক্র্যাটরা এতটাই বিরক্ত যে তারা বলছে, আমাদের ‘সর্বোচ্চ ডলার’ দিয়ে এই বিমান কিনতে হবে।’
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বিলাসবহুল বিমানটি মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া অন্যতম মূল্যবান বা সবচেয়ে ব্যয়বহুল উপহার হবে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য বিমানটি রেখে দিতে চান তিনি।
নতুন বাণিজ্যিক বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট নামের বিমানটির মূল্য আনুমানিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
রবিবার প্রথম এই উপহার দেওয়ার পরিকল্পনার খবর প্রকাশ করে এবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বিমানটিকে ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে অভিহিত করা হয়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেছেন, ‘বিদেশি সরকার থেকে দেওয়া যেকোনও উপহার সম্পূর্ণভাবে প্রযোজ্য সব আইন মেনে গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।’
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার কাতারের সৌজন্যে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান গ্রহণের বিষয়টিকে শুধু ঘুষই নয়, বরং অতিরিক্ত বিদেশি প্রভাব বলে অভিহিত করেছেন।
নিউ ইয়র্ক টাইমসের খবরে জানানো হয়, কাতারের মুখপাত্র আলি আল-আনসারি জানিয়েছেন যে বিমান হস্তান্তরের বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।