বিবিসি, রয়টার্স: যুক্তরাষ্ট্রে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নারী নিহত হওয়ার ঘটনায় কেন্টাকি পুলিশের এক সাবেক কর্মকর্তাকে ৩৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। নিহত ওই নারীর নাম ব্রেওনা টেলর। ২০২০ সালে পুলিশের গুলিতে তিনি মারা যান। গত বছরের নভেম্বরে এক ফেডারেল জুরি অতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে ব্রেওনা টেলরের নাগরিক অধিকার লঙ্ঘনের দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ব্রেট হ্যাঙ্কিসনকে দোষী সাব্যস্ত করেন। এ অভিযোগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ-। গত সোমবার রায় ঘোষণার মাত্র কয়েক দিন আগে ট্রাম্প প্রশাসন বিচারককে ব্রেট হ্যাঙ্কিসনকে মাত্র এক দিনের সাজা দেওয়ার অনুরোধ জানিয়েছিল। ট্রাম্প প্রশাসনের এ অবস্থান মামলাটিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। সাবেক পুলিশ কর্মকর্তা কেলি গুডলেট স্বীকার করেছেন, তিনি এক সহকর্মীর সঙ্গে মিলে ব্রেওনা টেলরের বাড়িতে তল্লাশি চালানোর জন্য ব্যবহৃত হলফনামা জালিয়াতি করেছিলেন এবং তাঁর মৃত্যুর পর নিজেদের কর্মকা- আড়াল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আগামী বছর গুডলেটের সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। ব্রেওনা টেলরের বাড়িতে অভিযানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা হ্যাঙ্কিসনই একমাত্র কর্মকর্তা, যিনি এখন পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হয়েছেন।
আরেক সাবেক পুলিশ কর্মকর্তা কেলি গুডলেট স্বীকার করেছেন, তিনি এক সহকর্মীর সঙ্গে মিলে ব্রেওনা টেলরের বাড়িতে তল্লাশি চালাতে হলফনামা জালিয়াতি করেছিলেন এবং তাঁর (ব্রেওনা) মৃত্যুর পর নিজেদের কর্মকা- আড়াল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আগামী বছর গুডলেটের সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। আমার মনে হয়, বিচারক তাঁর হাতে থাকা সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছেন। ট্যামিকা পামার, ব্রেওনা টেলরের মা সাজা ভোগের পর ব্রেট হ্যাঙ্কিসনকে আরও তিন বছর নজরদারিতে থাকতে হবে। ব্রেওনার মা ট্যামিকা পামার ও তাঁর পরিবারের পক্ষের আইনজীবীরা গতকাল সাজা ঘোষণার পর বক্তব্য দেন। ট্যামিকা পামার বলেন, ‘আমার মনে হয়, বিচারক তাঁর হাতে থাকা সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে তিনি ফেডারেল প্রসিকিউটরদের সমালোচনা করেছেন। এই কৌঁসুলিরা কম শাস্তির পক্ষে যুক্তি দিয়েছিলেন।