ইন্টারনেট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকা- সম্পর্কে ‘কিছুই জানতেন না’। মঙ্গলবার তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন। তবে ট্রাম্পের বক্তব্য ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে ‘গ্রেফতার বা হত্যা’ করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। তবে যুবরাজ অভিযানের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন। এর আগে খাসোগি হত্যাকা- নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘খাসোগির হত্যাকা-ের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই।’ এ প্রসঙ্গে যুবরাজ বলেন, হত্যাকা-টি ‘বেদনাদায়ক’ ও ‘বড় ভুল’, তবে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে।

২০২১ সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের সময় সৌদি আরব সেটিকে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র ওই সময় কয়েকজন সৌদি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত মঙ্গলবার যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি আরব। খাসোগির স্ত্রী হানান এলাত্র যুবরাজের কাছে প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

নৈশভোজে রোনালদো: বিশ্বের প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ীদের নিয়ে বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ইলন মাস্ক। হোয়াইট হাউসে ডিনারের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমার ছেলে রোনালদোর বিশাল ভক্ত। ব্যারন তার (রোনালদোর) সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। আমার মনে হয়, আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কারণে আমার প্রতি তার সম্মান কিছুটা বেড়ে গেছে।’ ট্রাম্প রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সেখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

এই বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে থাকা ইলন মাস্ক। ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বোসহ অনেকে। তবে রোনালদোর ওয়াশিংটন সফরের সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি। রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসরে খেলছেন এবং সৌদি আরবের ফুটবলের ‘মুখ’ হিসেবে পরিচিত।