রয়টার্স: মার্কিন মাদকবিরোধী অভিযানে আবারও হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে দুটি আলাদা নৌযানে চালানো হামলায় অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, দুটি নৌযানই মাদক পাচারে জড়িত ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত বুধবার জানান, প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো হামলায় দুই জন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা পর তিনি আবার জানান, পৃথক এক নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো সামরিক হস্তক্ষেপ করলো ওয়াশিংটন। এর আগে, ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতটি হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ওই হামলাগুলোয় অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। সর্বশেষ হামলার বিষয়ে কোনও প্রমাণ পেশ ছাড়াই হেগসেথ দাবি করেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানগুলো অবৈধ মাদক পাচারে জড়িত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি প্রায় ৩০ সেকেন্ডের দুটি ভিডিও পোস্ট করেন। ফুটেজে একটি নৌযান বিস্ফোরিত হতে দেখা যায়। কোনও হামলার ঘটনাতেই, মাদকের প্রকৃতি, পরিমাণ, গোয়েন্দা তথ্যের সত্যতা, সন্দেহভাজন মাদক পাচারকারীদের পরিচয় কিছুই প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এসব হামলা পরিচালনায় তাদের আইনি ক্ষমতা আছে এবং প্রতিটি হামলাতেই মার্কিনিদের প্রাণ রক্ষা হচ্ছে।