এএফপি : যুক্তরাষ্ট্র আগামীকাল শুক্রবার থেকে কার্যকর করতে যাচ্ছে নতুন শুল্ক হার। এর লক্ষ্য ব্রাজিল থেকে বাংলাদেশ। ঝুঁকিতে কফি, চাল, পোশাক, কোকো ও ইলেকট্রনিকস পণ্য আগামী ১ আগস্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন নতুন করে উচ্চ শুল্ক আরোপ করতে যাচ্ছে কয়েক ডজন দেশের পণ্যের ওপর। এতে মার্কিন বাজারে সাধারণ ভোক্তাদের জন্য দৈনন্দিন ব্যবহৃত বহু পণ্যের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা। বিশেষত কফি, চাল, জামাকাপড়, কোকো এবং ইলেকট্রনিকস পণ্যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এসব পণ্যের আমদানিতে উচ্চ শুল্ক বসানো হলে তা সরাসরি আমদানিকারকদের ওপর চাপ তৈরি করবে। এই চাপ পরে ব্যবসার খরচ বাড়াবে এবং শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধিতে রূপ নেবে। এতে কমে যেতে পারে ভোগের হার, যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।