রয়টার্স : শিগগিরই ওষুধশিল্পে শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধের উৎপাদন মার্কিন মুলুকে ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এ খবর জানিয়েছে। মার্কিন শুল্কের ধাক্কা থেকে প্রাথমিকভাবে বেঁচে গেলেও আর ছাড় দেবেন না মার্কিন প্রেসিডেন্ট। গত মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি আয়োজিত এক নৈশভোজে ভাষণ প্রদানকালে তিনি বলেন, শিগগিরই ওষুধশিল্পের পণ্য আমদানিতে বড় আকারের শুল্ক আরোপ করা হবে। সেটা হলে, সব ব্যবসা প্রতিষ্ঠান চীন ও অন্যান্য দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদনের উপকরণ সরিয়ে আনবে। কারণ দিনশেষে, তাদের সিংহভাগ দ্রব্যই যুক্তরাষ্ট্রে বিক্রি হয়। গতকালের বক্তব্যে ওষুধের ওপর শুল্ক নিয়ে আর বিস্তারিত কোনও তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, বর্তমানে বেশিরভাগ সক্রিয় ওষুধ উপাদানের উৎপাদন চীনসহ অন্যান্য দেশে চলে গেছে। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানির ওপর ১০ শতাংশ সাধারণ শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এছাড়া, বিভিন্ন দেশে মার্কিন পণ্যের ওপর শুল্কের ভিত্তিতে দেদারসে পাল্টা শুল্ক আরোপ করেন।