রয়টার্স : কাশ্মীরে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী দেশ দুটো নিজেরাই এর সুরাহা করবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। রোমের যাওয়ার উদ্দেশে প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেছেন, আমি জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুতর উত্তেজনা বিরাজ করছে। তবে সীমান্ত সংক্রান্ত বিবাদসহ একাধিক কারণে এমনটা তো সবসময়ই ছিল। তারা নিজেরাই কোনও একভাবে এর সমাধান বের করবে।
দুদেশের নেতার সঙ্গেই তার ব্যক্তিগত পরিচয় আছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে চলমান ইস্যুতে তাদেরকে মার্কিন প্রেসিডেন্ট নিজে কিছু বলবেন কিনা, এ প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁওতে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হলেও সব অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। উল্লেখ্য, হামলার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স (টিআরএফ) নামের একটি গোষ্ঠী। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই টিআরএফ মূলত পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার একটি গোপন শাখা।