এনডিটিভি : প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনকুবের ইলন মাস্ক আবারও তার চেনা ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে ট্রাম্পের নবগঠিত 'বোর্ড অব পিস' বা শান্তি বোর্ড নিয়ে হাস্যরসের সৃষ্টি করেন তিনি। আলোচনা চলাকালে মাস্ক রসিকতা করে বলেন, ট্রাম্পের এই বোর্ডের নাম শান্তি না হয়ে অংশ হওয়া উচিত ছিল। তিনি মন্তব্য করেন, আমি যখন এই শান্তি সম্মেলনের কথা শুনলাম, তখন ভাবলাম এটা কি শান্তির বোর্ড নাকি কোনো অংশের বোর্ড? যেমন গ্রিনল্যান্ডের এক টুকরো অংশ কিংবা ভেনেজুয়েলার এক টুকরো অংশ! তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। যদিও পরে তিনি পরিস্থিতি সামাল দিতে যোগ করেন, আমরা সবাই কেবল শান্তিই চাই।

প্রেসিডেন্ট ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই বোর্ডটি মূলত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির জন্য একটি ছোট দল হিসেবে যাত্রা শুরু করেছিল। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসন এর পরিধি আরও বাড়িয়ে ডজনখানেক দেশকে আমন্ত্রণ জানিয়েছে এবং ভবিষ্যতে বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত মেটাতে মধ্যস্থতাকারী হিসেবে এই বোর্ড কাজ করবে বলে ইঙ্গিত দিয়েছে। মজার ব্যাপার হলো, গত এক বছরে ট্রাম্প ও মাস্কের সম্পর্কের মধ্যে বেশ টানাপোড়েন চললেও সম্প্রতি তাদের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে মাস্কের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

একই অনুষ্ঠানে মাস্ক রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন। তিনি ভবিষ্যদ্বাণী করেন যে আগামী দিনে মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে এবং তারা মানুষের দৈনন্দিন কাজ সহজ করে দেবে। মাস্ক ঘোষণা করেন, আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বিক্রি শুরু করবে। তবে দাভোসকে এক সময় 'অনির্বাচিত বিশ্ব সরকার' বলে সমালোচনা করা মাস্কের এবারের উপস্থিতি অনেককেই অবাক করেছে।

ট্রাম্পের বোর্ডের নাম ‘শান্তি’ নয় টুকরো’ হওয়া উচিত: মাস্ক: মাস্ক বরাবরই ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। তবে গত এক বছরে তাদের সম্পর্কে অনেক চড়াই-উতরাই গেছে। জনসমক্ষে বিবাদ এবং পরে আবার মিটমাট হওয়ার পর যখন তাদের সম্পর্ক জোড়া লাগছে, ঠিক তখনই মাস্ক এমন মন্তব্য করলেন। আলোচনা চলাকালে মাস্ক ভবিষ্যদ্বাণী করেন, রোবট সমাজকে বদলে দেবে এবং মানুষের কাজের প্রয়োজনীয়তা কমিয়ে মানবজাতির কল্যাণ করবে। একদিন রোবটই আরও নতুন নতুন রোবট তৈরি করবে। এই ধনকুবের আরও বলেন, ‘ভবিষ্যতে পণ্য ও সেবার কোনো অভাব হবে না। কারণ, মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে।’ মাস্কের মতে, পৃথিবীর প্রতিটি মানুষই তার বৃদ্ধ বাবা-মা বা সন্তানদের দেখাশোনার জন্য একটি করে রোবট চাইবে। তিনি বলেন, আগামী বছরের শেষ নাগাদ টেসলা জনসাধারণের কাছে রোবট বিক্রি শুরু করবে।