সিএনন, সামা টিভি: লোহিত সাগরে ডুবলো আরও মার্কিন নৌবাহিনীর আরেকটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে পড়ে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধবিমানটি। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধবিমান।
প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কিভাবে যুদ্ধবিমানটি সাগরে পড়ে গেল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বলেছেন, যুদ্ধবিমানটি মঙ্গলবার (৬ মে) রণতরীতে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু রানওয়েতে থামতে ব্যর্থ হয়। ফলে পানিতে গিয়ে পড়ে যায়। তবে পাইলট ও অস্ত্র ব্যবস্থা দেখভাল করা এক কর্মকর্তা বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।
এর আগে, গত ২৮ এপ্রিল হুথি বিদ্রােহীদের ঠেকাতে নিয়োজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লােহিত সাগরে ডুবে যায়। যার আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার। মার্কিন নৌবাহিনী জানিয়েছিল, ওই লােহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহী রণতরী থেকে হামলার মুখে যুদ্ধবিমানটি সাগরে পড়ে ডুবে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হন।