বিবিসি,নিউইয়র্ক টাইমস,এএফপি : আগামী কয়েক দিনের মধ্যে নিউইয়র্ক সিটিতে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর মাত্রা হতে পারে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, মহানগর এলাকার দক্ষিণ কানেকটিকাট, উত্তর নিউ জার্সি ও দক্ষিণ-পূর্ব নিউইয়র্কে তুষারপাতের মাত্রা ৫ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তুষারপাত শুরু হয়ে রাতের দিকে তীব্রতর হতে পারে। যা চলবে শনিবার সকাল নাগাদ। সবচেয়ে ভারী তুষারপাতের সময় ধরা হয়েছে গতকাল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত। নিউইয়র্ক সিটিতে এবার তুষারপাত যদি ৪ ইঞ্চির বেশি হয়, তাহলে তা ২০২২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ হবে। সে বছর সেন্ট্রাল পার্কে তুষারপাত হয়েছিল ৮ ইঞ্চির বেশি। এদিকে বড়দিনের রাতে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায়। এতে অন্তত তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।