রয়টার্স, এএফপি : রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি ইউক্রেন কৃতজ্ঞতা দেখাচ্ছে না। এমন অভিযোগ আবারও তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি উদ্যোগ নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিদের বৈঠকের দিন গত রোববার ট্রাম্প এই অভিযোগ করেন। ফরাসি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ আমাদের প্রচেষ্টার প্রতি শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে।

একই সঙ্গে তিনি যুদ্ধকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়ে তার পূর্বসূরি জো বাইডেনকে আক্রমণ করেছেন। তবে রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে তিনি কোনও সরাসরি সমালোচনা করেননি। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর ইউক্রেনের অধিকাংশ অঞ্চল দখল ও ধ্বংসের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা তাকে বিরক্ত করছে। নির্বাচনি প্রচারে তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যেই শান্তি প্রতিষ্ঠা করবেন। তবে ট্রাম্পের বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা খুব একটা অগ্রগতি আনতে পারেনি। জেনেভায় আলোচিত নতুন ২৮ দফার পরিকল্পনা নিয়ে তার দলে তীব্র সমালোচনা চলছে। এই পরিকল্পনা রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের লক্ষ্য পূরণ করবে বলে সমালোচকদের অভিযোগ।

ট্রাম্প অতীতে পুতিনকে নিয়ে ‘হতাশ’ হওয়ার কথা বললেও তাকে খুব কমই সরাসরি সমালোচনা করেন। বরং তিনি চাপ বাড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর। রবিবারের পোস্টে তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন। তার অভিযোগ, তারা রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে। একই সঙ্গে তিনি বাইডেনকে ‘ক্রুকড জো’ আখ্যা দিয়ে বলেন, তিনি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন বিনামূল্যে। ট্রাম্পের পোস্টে পুতিনের উল্লেখ ছিল মাত্র একবার। এতে ট্রাম্প দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট নাকি মনে করেছিলেন, বাইডেন দায়িত্বে থাকায় এটাই সুযোগ ইউক্রেনে আগ্রাসন চালানোর। জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে কয়েকশ মাইলব্যাপী ফ্রন্টে লড়াই এখনও অব্যাহত রয়েছে।