দক্ষ বিদেশি কর্মী নিয়োগে ব্যবহৃত মার্কিন এইচ-১বি ভিসার ফি বছরে এক লাখ ডলার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। ভিসার ব্যয় এমন উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি আবাসন ভিসার চাহিদা বাড়বে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

এইচ-১বি ভিসার খরচ বৃদ্ধির ফলে আমিরাতের গোল্ডেন ভিসা, ফ্রিল্যান্স ভিসা এবং রিমোট ওয়ার্ক ভিসার প্রতি আগ্রহ বেড়েছে। দুবাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান জেএসবির ব্যবস্থাপনা পরিচালক গৌরব কেশওয়ানি বলেন, মার্কিন ভিসার উচ্চ ফি-এর কারণে অনেক দক্ষ কর্মী ও গ্রিন কার্ডধারী এখন আমিরাতে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদে বসবাসের বিষয়ে ভাবছেন। এ ক্ষেত্রে তারা ফ্রিল্যান্স ভিসা নিতে পারেন অথবা একটি প্রতিষ্ঠান গড়ে মার্কিন কোম্পানির সঙ্গে কাজ চালিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, আমিরাত অনাবাসী ভারতীয় ও অন্যান্য বিদেশিদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করেছে। এখানে মার্কিন ডলারের হিসাব খোলা যায় এবং ডলার ও দিরহামের মান স্থিতিশীল থাকায় আর্থিক ঝুঁকিও কম। অভিবাসন আইন প্রতিষ্ঠান ফ্রাগোমেনের অংশীদার শায়ান সুলতান মনে করেন, এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন। যদিও এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনই স্পষ্ট নয়। তিনি বলেন, বিশ্বমানের অবকাঠামো, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং করমুক্ত পরিবেশ আমিরাতের ভিসার চাহিদা আরো বাড়াবে। খালিজ টাইমস