যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকে সরছে নাম উচ্ছ্বসিত সিরিয়া

নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা থেকে সিরিয়ার নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র; আর এতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর বিপুল পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের ঝটিকা অভিযানে পতন ঘটে বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। রাশিয়ায় পালিয়ে যান বাশার এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা।

ক্ষমতার বদলের পর থেকেই সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছি। গতকাল সোমবার ওয়াশিংটনের পক্ষ থেকে দামেস্ককে জানানো হয়েছে যে সিরিয়ার ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রেজারি মন্ত্রণালয়।এই সিদ্ধান্ত জানানোর পর ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই ইতিবাচক পদক্ষেপের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি লাভবান হবে সিরিয়ার সাধারণ জনগণ। দেশের মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে।” প্রসঙ্গত, গত মাসে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল সিরিয়ায় সফরে গিয়েছিলেন। ইন্টারনেট।

করাচি-লাহোরের মধ্যে বুলেট ট্রেন চালুর ঘোষণা পাকিস্তানের

এআরওয়াই নিউজ : পাকিস্তানের বড় দুই শহর করাচি ও লাহোরের মধ্যে উচ্চগতির বুলেট ট্রেন চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ২০৩০ সালের মধ্যে এই ট্রেন চালু করবে পাকিস্তান রেলওয়ে।

এর ফলে দেশটির পূর্বাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় এই দুটি শহরের মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম । সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান রেলওয়ে ২০৩০ সালের মধ্যে করাচি থেকে লাহোর পর্যন্ত বুলেট ট্রেন চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। এতে দুই প্রাদেশিক রাজধানীর মধ্যে ভ্রমণের সময় বর্তমান ২০ ঘণ্টা থেকে কমে মাত্র ৫ ঘণ্টায় নেমে আসবে।

রাষ্ট্রীয় রেডিও পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, ১ হাজার ২১৫ কিলোমিটার দীর্ঘ এ রেললাইন এমএল-১ (মেইন লাইন-১) প্রকল্পের অংশ। ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের এই প্রকল্প করাচি-পেশোয়ার রেলপথ আধুনিকায়নের উদ্যোগের অংশ, যা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অন্যতম প্রধান অংশ।

এআরওয়াই নিউজ