সিএনএন, রয়টার্স : ছাঁটাই হচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হাজার ৩৫৩ জন কর্মী। জনবল পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি যাচাই করে প্রতিবেদনে বলা হয়, মার্কিন সময় গত শুক্রবার (ওই ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার কথা। এই আওতায় রয়েছেন মন্ত্রণালয়ের এক হাজার ১০৭ জন জন প্রশাসন এবং ২৪৬ জন পররাষ্ট্র কর্মকর্তা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাঁটাই তালিকায় যেসব পররাষ্ট্র কর্মকর্তার নাম রয়েছে, তাদের প্রথমে ১২০ দিনের প্রশাসনিক ছুটিতে রাখা হবে আর জনপ্রশাসন কর্মকর্তাদের জন্য এ মেয়াদ ৬০ দিন। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের চাকরির মেয়াদ শেষ হবে। এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিচ্যুত এবং স্বেচ্ছায় পদত্যাগকারী মিলিয়ে মোট হাজার তিনেক মানুষ মন্ত্রণালয় ত্যাগ করছেন। চলতি বছর এপ্রিল মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো মন্ত্রণালয় পুনর্গঠনের ঘোষণা দেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে অভ্যন্তরীণ সুশৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে।