DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

আমেরিকা

ট্রাম্প যা ইচ্ছা করুন আমরা পরোয়া করি না ------- পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির ভয়ে আলোচনার টেবিলে বসতে রাজি নয় ইরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, তেহরান তাতে ভ্রুক্ষেপও করবে না। মঙ্গলবার (১১ মার্চ) এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

Printed Edition
Default Image - DS

১২ মার্চ, রয়টার্স : যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির ভয়ে আলোচনার টেবিলে বসতে রাজি নয় ইরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, তেহরান তাতে ভ্রুক্ষেপও করবে না। মঙ্গলবার (১১ মার্চ) এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম লিখেছে, যুক্তরাষ্ট্র আমাদেরকে আদেশ দেয়, এমনকি অনেক ক্ষেত্রে শাসায়। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা তাদের সঙ্গে আলোচনাও করব না। এতে তারা যা ইচ্ছা হয় করুক। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে জবরদস্তি আলোচনা মেনে নেবে না তেহরান। নতুন পারমাণবিক চুক্তি করার জন্য ইরানকে চিঠি দেওয়া নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে ওই কথা বলেছিলেন তিনি। এদিকে, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে দ্বার উন্মুক্ত রাখলেও প্রথম মেয়াদের মতো সর্বোচ্চ চাপে রাখার নীতি চালু করেছেন ট্রাম্প। এই নীতি প্রয়োগ করে বিশ্ব অর্থনীতি থেকে তেহরানকে সম্পূর্ণ একঘরে করে রেখে তাদের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।