আমেরিকা
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছেন। সেই ধারাবাহিকতায় রাশিয়াকে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা
Printed Edition

৭ মার্চ, রয়টার্স : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছেন। সেই ধারাবাহিকতায় রাশিয়াকে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করছে হোয়াইট হাউস। এই উদ্যোগের কথা ব্রিটিশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। সে অনুযায়ী নিষেধাজ্ঞা বিষয়ক দপ্তরগুলো নির্বাচিত রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব তৈরি করছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য রুশ নাগরিকদের তালিকায় দেশটির কিছু ধনকুবেরও রয়েছেন।
এই নিষেধাজ্ঞা মুক্তির বিনিময়ে ওয়াশিংটন সুনির্দিষ্টভাবে মস্কোর কাছ থেকে কী চাইতে পারে, সে বিষয়ে এখন কোনো পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও দেশটির অর্থ মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। রাশিয়াও নীরবতা পালন করছে এই ইস্যুতে। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প শিগগির মস্কোর সঙ্গে আলোচনা শুরু করার জন্য মার্কিন নীতির পরিবর্তন করেছেন। যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তন দৃশ্যমান হয় গত ১২ ফেব্রুয়ারি ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করার মধ্য দিয়ে। এরপর সৌদি আরব ও তুরস্কে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা।