এএফপি : যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ভেনিজুয়েলার ১৭২ অনিবন্ধিত অভিবাসীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট শুক্রবার করাকাসে পৌঁছেছে। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করলেও দেশটি সাম্প্রতিক সময়ে এধরণের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়েছে। অ্যারিজোনার ফিনিক্স থেকে আসা এই ফ্লাইটটি ছিল চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় অনিবন্ধিত অভিবাসীদের বহনকারী দ্বিতীয়। এ সময় ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগর এলাকায় মাদক পাচারবিরোধী অভিযান চালাচ্ছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে ভেনিজুয়েলার বামঘেঁষা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠদের যোগসূত্র রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় সেনা মোতায়েন করেছে, এমনকি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীও সেখানে রয়েছে। মার্কিন বাহিনী গত কয়েক মাসে ওই অঞ্চলে অন্তত ২০টির বেশি হামলা চালায়। এতে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছে। তবে এসব হামলার সঙ্গে মাদক পাচারের যোগসূত্রের কোন প্রমাণ তারা দেখতে পারেনি।
আমেরিকা
১৭২ জন অভিবাসী নিয়ে মার্কিন প্রত্যাবাসন ফ্লাইট কারাকাসে পৌঁছেছে
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ভেনিজুয়েলার ১৭২ অনিবন্ধিত অভিবাসীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট শুক্রবার করাকাসে পৌঁছেছে। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করলেও দেশটি সাম্প্রতিক সময়ে