এপি : যুক্তরাষ্ট্র-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক নামের শক্তিশালী ইসরাইলি লবি ও ইসরাইলের কট্টরপন্থি সরকারের তীব্র সমালোচনা করেছেন আলোচিত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বলেছেন, ইহুদিবাদীদের লবি বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয়ে আমেরিকার প্রগতিশীলদের কণ্ঠরোধ করছে ও বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে, বিশ্ব ইহুদি লবিকে ‘অতিধনী অলিগার্কি’ হিসেবে বর্ণনা করেছেন আলোচিত এই মার্কিন সিনেটর। তার মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে। বার্নি স্যান্ডার্স সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তার ভাষায়, আইপেকের বিশেষত্ব হলো এটি মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি, যারা বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে লড়াই করছে।’ ইহুদি বংশোদ্ভূত ও মার্কিন সিনেটের বহুল আলোচিত রাজনীতিক স্যান্ডার্সের এই বক্তব্যকে অনেকে দেখছেন ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন হিসেবে। যেখানে মূলধারা ও এর বামপন্থি অংশের মধ্যে ইসরাইল-সমর্থন নিয়ে গভীর মতপার্থক্য রয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।
অলিগার্কির বিরুদ্ধে লড়াই: বার্নি স্যান্ডার্স সম্প্রতি প্রকাশিত বই ফাইট অলিগার্কিতে ওইসব গোষ্ঠীর সমালোচনা করেছেন যারা আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের সংগঠিত হওয়ার পথে বাধা দিচ্ছে। তিনি বলেন, আইপেক এই ক্ষমতাকাঠামোরই একটি অংশ, যা ‘ইহুদি-বিরোধিতার অভিযোগ’কে ব্যবহার করছে ইসরাইলের নীতির সমালোচকদের চুপ করানোর হাতিয়ার হিসেবে।