৩ মার্চ, এবিসি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি স্থাপনের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। তিনি বলেছেন, যদি ট্রাম্প একজন ডেমোক্র্যাট হতেন, তাহলে মিডিয়া ও জনগণ তার এই উদ্যোগের প্রশংসা করতো।
এবিসি নিউজের 'দিস উইক' অনুষ্ঠানে জর্জ স্টেফানপোলাসের সঙ্গে উত্তপ্ত আলাপচারিতার সময় রুবিও বলেন, আমাদের কি খুশি হওয়া উচিত নয়? আমাদের একজন প্রেসিডেন্ট আছেন; যিনি যুদ্ধ থামাতে এবং প্রতিরোধ করতে চান, নতুন করে যুদ্ধ শুরু করতে নয়। তিনি বলেন, আমি সত্যিই বুঝি না। এটি ডোনাল্ড জে. ট্রাম্প বলেই এমনটা হচ্ছে।
রুবিও আরও বলেন, যদি কোনো ডেমোক্র্যাট এই কাজ করতো, তাহলে সবাই বলতো, ‘তিনি তো নোবেল শান্তি পুরস্কারের পথে রয়েছেন'। আর এটা পুরোপুরি হাস্যকর।
রুবিও ট্রাম্পের কৌশলের পক্ষে কথা বলেন, তার ভাষায় গত ৩ বছরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে অব্যাহত নাম-ডাকার সংস্কৃতি থেকে সরে এসে প্রকৃত শান্তি আনার চেষ্টা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটা যুদ্ধ শেষ করতে চাই। যুদ্ধ শেষ করতে চাইলে দুপক্ষকেই আলোচনার টেবিলে আনতে হবে, শুরু করতে হবে রাশিয়া থেকে। আর এটাই প্রেসিডেন্টের মূল বক্তব্য। আমাদের যে কোনোভাবে তাদের আলোচনার টেবিলে আনতে হবে।
এটা সম্ভব কি না তা দেখার জন্য। এই সাক্ষাৎকারটি এমন এক সময় প্রচার হয় যখন শুক্রবার ওভাল অফিসের এক উত্তেজনাপূর্ণ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে আক্রমণ করেন। কারণ জেলেনস্কি ট্রাম্প ও ভ্যান্সকে পুতিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন।