রয়টার্স, এএফপি

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের চমক দেখা গেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, প্রবৃদ্ধির এই হার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এর আগে বাজার বিশ্লেষকরা ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। সরকারি শাটডাউনের কারণে প্রতিবেদনটি প্রকাশ করতে প্রায় দুই মাস দেরি হয়েছে। ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, মূলত ভোক্তা ব্যয়, রফতানি এবং সরকারি ব্যয় বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তবে এই সময়ে বিনিয়োগ কিছুটা কমেছে। প্রযুক্তি খাতে বড় প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগকেও এই অগ্রগতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রবৃদ্ধির খবরের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়েও নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।