সিএনএন,জিবিএইচ : মার্কিন বাহিনীর ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাসকে মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনাটিকে ‘তেলের জন্য রক্তপাত’ বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসম্যান জ্যাক অচিনক্লজ। তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্য।

“তেলের জন্যই এ রক্তপাত। এর সঙ্গে মাদক পাচারের কোনও সম্পর্ক নেই। মাদকের বেশির ভাগই ইউরোপের দেশগুলোয় যায়। আর কোকেন সেই মাদক নয়, যেটি মার্কিনিদের প্রাণ কেড়ে নিচ্ছে। বরং সেটা ফেন্টানিল, যা চীন থেকে আসে।” জ্যাক আরও বলেন, “এ বিষয়টা বরাবরই আলোচনায় ছিল, বিশ্বের বুকে জ্বালানি তেলের সবচেয়ে বড় মজুত রয়েছে ভেনেজুয়েলায়।”

ওয়াশিংটন তার এসব পদক্ষেপকে ন্যায্যতা দিয়েছে এই যুক্তিতে যে, প্রেসিডেন্ট মাদুরো, তার স্ত্রী এবং ভেনেজুয়েলার অন্যান্য সুপরিচিত ব্যক্তিরা মাদক-সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য অপরাধের জন্য দায়ী। যদিও কারাকাসের পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ট্রাম্পের এমন পদক্ষেপের বিষয়ে জ্যাক বলেন, “শেভরনের (যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি) কাছে ভেনেজুয়েলার তেলের মজুত কাজে লাগানোর চুক্তি ও অর্থ বিভাগের অনুমতি রয়েছে। এই প্রেসিডেন্ট (ট্রাম্প) মার্কিন তেল কোম্পানিগুলোর প্রধানদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন।