আমেরিকা
সরকারি বরাদ্দ হ্রাস ও কর্মী ছাঁটাইয়ে মাস্কের উদ্যোগের নেপথ্যে
মার্কিন সরকারি কর্মী ছাঁটাই ও ব্যয় সংকোচনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনে এবং ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে গঠিত হয়েছে সরকারি দক্ষতা বিভাগ বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডোজে)।
১৬ ফেব্রুয়ারি, বিবিসি, এপি : মার্কিন সরকারি কর্মী ছাঁটাই ও ব্যয় সংকোচনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনে এবং ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে গঠিত হয়েছে সরকারি দক্ষতা বিভাগ বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডোজে)। মার্কিন করদাতাদের অর্থ অপচয় রোধ করতে সংস্থাটি কাজ করছে বলে দাবি করেছেন মাস্ক। মাস্ক বলেছেন, মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় এবং ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণে ডুবে থাকা সরকারকে স্বস্তি দিতে কাজ করছে ডোজে। প্রাথমিকভাবে বার্ষিক দুই ট্রিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বললেও পরবর্তীতে তিনি লক্ষ্য সংশোধন করেন। সংস্থাটির ভারিক্কি নামে সরকারি প্রতিষ্ঠানের ছাপ থাকলেও এটি আসলে ঠিক সরকারি প্রতিষ্ঠান নয়। সরকারি প্রতিষ্ঠান গঠিত হয় কংগ্রেসের অনুমোদনে। আর ডোজে গঠিত হয়েছে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে পরামর্শদাতা সংস্থা হিসেবে। ওই আদেশনামা অনুযায়ী, সরকারের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আইটি খাতের উন্নয়ন ডোজের অন্যতম লক্ষ্য। তাদের কাজের সময়সীমা পরের বছরের জুলাই মাস পর্যন্ত। মূলত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের নিয়েই সংস্থাটির কর্মীবাহিনী গঠিত হয়েছে।