আল-জাজিরা, তাস , বিবিসি: যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে ৭০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে, আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। ম্যানচেস্টারে একই ধরণের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরও ১৬ জনকে আটক করা হয়েছে।

কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে। চলতি বছরের ৫ জুলাই ফিলিস্তিন অ্যাকশনকে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবরে আরও বলা হয়েছে, রাফাহর দক্ষিণে একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে রেশন নেওয়ার জন্য অপেক্ষমাণ ৩৪ জন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বন্ধের দাবি জানিয়েছে তারা। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে নিয়মিতভাবে দখলদার জায়নিস্ট-আমেরিকান বাহিনীর হত্যাকাণ্ড তাদের অবরোধ, ক্ষুধা ও হত্যাকাণ্ডের অপরাধী ভূমিকাকে প্রকাশ করে। এ নিষ্ঠুর ব্যবস্থাকে অবিলম্বে বিলুপ্ত করার জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ এবং এর পরিকল্পনাকারীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন। ২০২৫ সালের ২ মার্চ থেকে আন্তর্জাতিক মানবিক ত্রাণ গাজা উপত্যকায় প্রবেশ করছে না। ইসরাইলের সিদ্ধান্তে সব সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে এবং খাদ্যসামগ্রী জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।