বিবিসি , রয়টার্স : ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পর প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। গত মঙ্গলবার শিকাগোতে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য প্রদানকালে কড়া ভাষায় ট্রাম্পের সামাজিক নীতির সমালোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেন অভিযোগ করেন, ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূলে কুঠারাঘাত করেছে সরকার। সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশে জালিয়াতির অভিযোগ তুলে এসব কর্মসূচিতে অর্থ সরবরাহ হ্রাস বা পুরো বাতিল করছে প্রশাসন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এক ধরনের পবিত্র অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনে এই সুবিধাগুলো কতা গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি।

সামাজিক নিরাপত্তা সংস্থা (সোশ্যাল সিকিউরিটি এজেন্সি বা এসএসএ) মূলত অবসরপ্রাপ্ত ও প্রতিবন্ধী নাগরিকদের অর্থসহায়তার উৎস। এটি প্রায় ছয় কোটি ৭০ লাখ মার্কিন নাগরিকের দেখভাল করে, যাদের বেশিরভাগই বয়স্ক। সামাজিক নিরাপত্তা খাতে অর্থ সরবরাহ হ্রাসের জন্য রিপাবলিকানদের বরাবরই বাক্যবাণে জর্জরিত করে আসছে ডেমোক্র্যাটরা। বক্তব্যে ট্রাম্পের নাম উচ্চারণ না করে বাইডেন বলেছেন, ১০০ দিন পার না হতেই নতুন প্রশাসন যে পরিমাণ ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা অবিশ্বাস্য! এদিকে, এসএসএ’তে ট্রাম্প প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, শিকাগোতে ডাহা মিথ্যা বলেছেন বাইডেন। এর আগে এক বক্তব্যে সামাজিক নিরাপত্তাকে বৃহত্তম জালিয়াতি বলে অভিহিত করেছেন মাস্ক।

তবে ট্রাম্প বলেছেন, তিনি শুধু জালিয়াত এবং অবৈধ অভিবাসীদের কাছে অর্থ যাওয়া আটকাতে চান। পুরো ব্যবস্থা বাতিলের কোনও পরিকল্পনা তার নেই। মঙ্গলবার তিনি একটি আদেশে স্বাক্ষর করেন যাতে অবৈধ অভিবাসী এবং অন্যান্য অনুপযুক্ত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার সুযোগ বন্ধ করা হয়। বাইডেনের ভাষণের আগে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিয়াভিট বলেন, আইন মান্যকারী, কর প্রদানকারী মার্কিন নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধা রক্ষা করতে ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ।