রয়টার্সের : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আরও চারজন ভর্তি আছেন বলে জানা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। গভীর রাতে সান দিয়েগোর উত্তাল ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। কোস্ট গার্ড জানিয়েছে, এই আটজন হতাহতের পাশাপাশি একজনকে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া সান দিয়েগো কাউন্টির ইম্পেরিয়াল বিচের উপকূলে জীবিত মানুষের সন্ধানে শনিবারও উদ্ধার অভিযান চালানো হয়। বর্ডার পেট্রোল গত শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে কোস্ট গার্ডকে ঘটনাটি জানায়। কোস্ট গার্ডের তথ্য অনুসারে, উল্টে যাওয়া নৌকাটি ছিল ‘পাঙ্গা’ ধরনের ছোট নৌকা, যা সাধারণত পাচারকারীরা মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় মানুষ পাচারের জন্য ব্যবহার করে থাকে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের বিপজ্জনক ঢেউয়ের মধ্যে।। নৌকায় থাকা কয়েকজন তাদের পরিচয় মেক্সিকান নাগরিক হিসেবে জানিয়েছেন। তবে বেশ কয়েকজন ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
আমেরিকা
ক্যালিফোর্নিয়ায়
অভিবাসীবাহী নৌকা উল্টে ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আরও চারজন ভর্তি আছেন বলে জানা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।