DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

এশিয়া

ইরান একক ফিলিস্তিন রাষ্ট্র চায়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করার উপায় হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিরুদ্ধে তেহরানের অবস্থনা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই ফিলিস্তিনী স্বার্থের প্রতি ইরানের অবিচল সমর্থন অটল থাকবে।

Printed Edition
5IR

৮ মার্চ, প্রেস টিভি ,বিবিসি, ওয়াশিংটন পোস্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করার উপায় হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিরুদ্ধে তেহরানের অবস্থনা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই ফিলিস্তিনী স্বার্থের প্রতি ইরানের অবিচল সমর্থন অটল থাকবে।

গত শুক্রবার সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে ইসরাইলী আগ্রাসন এবং অপরাধ মোকাবেলায় আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে আরাঘচি ফিলিস্তিনের প্রতি ইরানের দৃঢ সমর্থন ব্যক্ত করেন।

আরাঘচি বলেন, ফিলিস্তিনের স্বার্থের প্রতি ইরান সরকার ও জনগণের অটল সমর্থন অনস্বীকার্য এবং আমাদের দৃঢ অঙ্গীকার কোনও অবস্থাতেই ম্লান হবে না। তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকেও প্রত্যাখ্যান করেন বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে একমাত্র কার্যকর সমাধান হিসেবে সমর্থন করেন। আরাঘচি বলেন, দুই-রাষ্ট্র সমাধানের বিষয়ে কিছু ভ্রাতৃপ্রতিম দেশের দৃষ্টিভঙ্গির প্রতি যথাযথ সম্মান রেখে ইরান তার দৃষ্টিভঙ্গি বজায় রাখে। তবে তেহরানের দাবি, ফিলিস্তিনী জনগণের অধিকার আদায়ের এই সমাধান কোনো কাজে আসবে না। তিনি ফিলিস্তিনের সকল আদিবাসীর প্রতিনিধিত্বকারী একক গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে ইরানের অবস্থানের ওপরও জোর দেন আরাঘচি। বৈঠকে দ্বি-রাষ্ট্র কাঠামোর যেকোনো প্রস্তাবের বিরোধিতা করেন তিনি।