বিবিসি : অর্থ আত্মসাতের অভিযোগে থাইল্যান্ডে এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি কেয়ার হোমের এইচআইভি/এইডস আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন জানিয়েছে, ওই ভিক্ষুর নাম লুুয়াং ফোর আলোংকোত (৬৫)। গত মঙ্গলবার তাকে লোপবুরি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ওয়াট প্রাহবাতনামপু মন্দিরের প্রধান ছিলেন লুয়াং। সেখানে তিনি এইচআইভি রোগীদের সেবা দেয়ার জন্য একটি ধর্মশালা প্রতিষ্ঠা করেন এবং নিজেকে একজন মানবিক ব্যক্তি হিসেবে তুলে ধরেন। ওই ধর্মশালায় অন্য রোগেরও চিকিৎসা দেয়া হয়। এছাড়া রোগীদের সন্তানদেরকে শিক্ষাও দেয়া হয়। পুলিশ সেকসান সাপসুবসাকুল নামের এক ইনফ্লুয়েন্সারকেও গ্রেপ্তার করেছে। সেকসানের বিরুদ্ধে প্রথম ধর্মশালার অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীতে এতে লুয়াংয়ের নামও জাড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে লুয়াং গত সপ্তাহে পদত্যাগ করেন। উল্লেখ্য, থাইল্যান্ডে ভিক্ষুরা অত্যন্ত সম্মানিত। সেখানকার কমপক্ষে ৯০ শতাংশ মানুষ বৌদ্ধ। তবে বেশ কিছু ভিক্ষুর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। থাইল্যান্ডের বৌদ্ধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক পাচার ও আর্থিক অপরাধের মতো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। জুলাইয়ে পুলিশ একটি হটলাইন চালু করে। ভিক্ষুরা কোনো প্রকার অশোভন আচরণ করলে ওই হট লাইনে ফোন দিয়ে জানানো যাবে। এর আগে ৯ জন ভিক্ষুর বিরুদ্ধে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ আনা হয়।