রয়টার্স : ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় ইসরাইলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

গতকাল শনিবার ইস্তানবুলে আয়োজিত অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির এক সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে নতুন দফা বৈঠকের আগ দিয়ে হামলা করে পুরো প্রক্রিয়াটা বানচাল করার চেষ্টা করেছে ইসরায়েল। তারা প্রমাণ করলো, কূটনীতির মাধ্যম সমাধান খুঁজতে তারা আগ্রহী নয়। ইসরাইলের ‘বিষমাখা’ কথাবার্তা অগ্রাহ্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, সংঘাত আরও বৃহৎ আকার ধারণ করার আগেই আলোচনার মাধ্যমে সব শান্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। মুসলিম প্রধান দেশগুলোর উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে চাপ প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখে।