যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে

চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া, যেখানে দেশটির সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।ঘোষণাবিহীন ওই ঘাঁটির নাম সিনপুং-ডং মিসাইল অপারেটিং বেস। এটি চীনের সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে উত্তর পিয়ংআন প্রদেশে অবস্থিত। এই স্থাপনায় ৬ থেকে ৯টি পারমাণবিকসক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং তাদের লঞ্চার রাখা হয়েছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে। সম্প্রতি দেশটির নেতা কিম জং-উন দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।সিনপুং-ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার ১৫-২০টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি। এগুলোর কোনওটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। বিশ্লেষকদের মতে, সংকট বা যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো বেরিয়ে বিশেষ ইউনিটের সঙ্গে যুক্ত হতে পারে এবং দেশের অন্য অংশ থেকে গোপনে উৎক্ষেপণ চালাতে পারে। এসব ঘাঁটি মিলে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কৌশল ও কৌশলগত স্তরের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি গড়ে তুলছে। দ্য গার্ডিয়ান, সিএনএন

আলাস্কায় জ্বালানি ভরতে ৩ কোটি টাকা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় বিমানে জ্বালানি ভরার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (তিন কোটি ৩৩ লাখ টাকারও বেশি) নগদ দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।গত ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন পুতিন। লাল গালিচায় অভ্যর্থনা পেলেও রাশিয়ান প্রতিনিধি দলকে বিমানে জ্বালানি ভরার সময় নগদ অর্থ দিতে হয়।রাশিয়ানরা যখন আলাস্কায় নামে তখন তাদের জ্বালানি নিতে হয়। কিন্তু তারা আমাদের ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে পারে না। তাই নগদ অর্থে পরিশোধ করতে হয়েছে।যে দিন থেকে ট্রাম্প দায়িত্ব নিয়েছেন, সে দিনকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এসব নিষেধাজ্ঞার প্রভাব প্রতিদিনই রাশিয়াকে ভোগ করতে হচ্ছে। তবে এর ফলে যুদ্ধের গতিপথ পরিবর্তন হয়নি।পুতিন ও ট্রাম্পের বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। যৌথ সংবাদ সম্মেলনের পরপরই পুতিনের দল আলাস্কা ত্যাগ করে। বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট যুদ্ধবিরতির ঘোষণা আসেনি, তবে কিছু বিষয় নিয়ে অগ্রগতির ইঙ্গিত দেওয়া হয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠকে ট্রাম্প দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেন। জেলেনস্কি জানান, তিনি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো কোনো প্রস্তাব তিনি মানবেন না। এনডিটিভি

সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র

ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট ‘নাসির’ ও ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ‘কাদের’ মাঝারি-পাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে। ইরানি সেনা-নৌবাহিনীর ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায় অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ‘জেনাভেহ’ এবং ডেস্ট্রয়ার ‘সাবালান’ একসঙ্গে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রে নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে। ‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি-পাল্লার স্টেলথ অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষমতা। এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহৃত হয়। আর ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুলতা। এটি শত্রুপক্ষের জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়।

অন্যদিকে ‘নাসির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি স্বল্প-পাল্লার, রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। মেহের নিউজ