আল জাজিরা,এএফপি : ইসরাইল ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে এমন অভিযোগ এনেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি। তিনি একে আন্তর্জাতিক আইন ও সোমালিয়ার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। সাক্ষাৎকারে ফিকি বলেন, “ইসরাইল বহু বছর ধরে দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ব্যবহার করছে। আমাদের কাছে নিশ্চিত তথ্য আছে যে, ইসরাইল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে।” গত ডিসেম্বর ইসরাইল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সোমালিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন, এই স্বীকৃতির বিনিময়ে তিনটি শর্তে সম্মত হয়েছে সোমালিল্যান্ড, ফিলিস্তিনিদের পুনর্বাসন, উপকূলে সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা।
এশিয়া
ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনার অভিযোগ
ইসরাইল ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে এমন অভিযোগ এনেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি। তিনি একে আন্তর্জাতিক আইন ও সোমালিয়ার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন।