অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি ‘লাভ জিহাদ’ ইস্যুতে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মহারাষ্ট্রের অমরাবতীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘গত ১১ বছরে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শাসনামলে ঠিক কতগুলো লাভ জিহাদের মামলা হয়েছে, তার সরকারি পরিসংখ্যান এবং এই শব্দটির প্রকৃত আইনি সংজ্ঞা জনগণের সামনে প্রকাশ করা উচিত।’
ওয়াইসির মতে, বিজেপি বিভিন্ন রাজ্যে এই ইস্যুটিকে সামনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করলেও বাস্তবে এর কোনো সুনির্দিষ্ট আইনি ভিত্তি নেই।
আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটেই ওয়াইসি এই প্রতিক্রিয়া জানান। উল্লেখ্য, ভোপালের একটি অনুষ্ঠানে ভাগবত বলেছিলেন যে পরিবারে শিশুদের সঙ্গে ধর্ম ও সংস্কৃতি নিয়ে আলোচনার অভাব থাকলে লাভ জিহাদের মতো ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওয়াইসি স্পষ্টভাবে বলেন, ‘ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।’ কারও ব্যক্তিগত পছন্দ বা সম্পর্কে অন্য কোনো মতাদর্শের হস্তক্ষেপ করার অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।
ওয়াইসি অভিযোগ করেন, বেকারত্ব কিংবা লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তেজনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যাগুলো থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে নিতেই বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে লাভ জিহাদের মতো বিতর্কিত বিষয়গুলো সামনে নিয়ে আসছে। তিনি মনে করেন, মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার চেয়ে দেশের প্রকৃত সংকটগুলো সমাধান করা সরকারের বেশি জরুরি।