রয়টার্স : যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পুনর্বাসন নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে ইসরাইলের আলোচনা চলার গুঞ্জন শোনা যাচ্ছে। পুরো বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তাসংস্থা কাছে এ দাবি করেছেন। ওই কর্মকর্তারা বলেছেন, এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। কথিত পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুই বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বহু বছরের রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় জর্জরিত দক্ষিণ সুদানে নিয়ে যাওয়া হবে। ওই ব্যক্তিদের দাবি, গত মাসে ইসরাইল সফরে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী মানডে সেমায়া কুমবার সঙ্গে বৈঠকে এই সম্ভাব্য স্থানান্তর নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে খবর প্রকাশ হলে বুধবার দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। পরে শুক্রবার এই পরিকল্পনার বিষয়ে আবারও জানতে চাওয়া হলে তারা আর কোনও মন্তব্য করেনি।

কথিত এই আলোচনার খবর ছয়জন কর্মকর্তার বরাতে প্রথম প্রকাশ করে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এসব দাবি যাচাই করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া প্রদান করা হয়নি।

কথিত পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত কিনা এবং এতে তাদের সমর্থন আছে কিনা, তা জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আমরা গোপন কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ করি না। চলতি মাসের শুরুর দিকে গাজায় সামরিক তৎপরতা বৃদ্ধির ঘোষণা দিয়ে সংকট আরও ঘনীভূত করে তোলেন নেতানিয়াহু। এই সপ্তাহে তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বেচ্ছায় ভূমি ছেড়ে চলে যাওয়া উচিত। তবে আরবসহ অন্যান্য বৈশ্বিক নেতা গাজাবাসীকে স্থানান্তরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। আর ফিলিস্তিনিরা বলছে, এটি বাস্তবায়িত হলে তা হবে আরেকটা নাকবা।