রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। গত সোমবার এ হামলার ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে । চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহকারী চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেখানকার কোম্পানি চেরনিহিভোব্লেনেরর্গো। হামলার জেরে কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। চেরোনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউক্রেনীয় শহর স্লাভুতিচের মেয়র ইউরি ফোমিচেভ এক্স-এ পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, সোমবার রুশ বাহিনীর হামলার পর থেকে তার শহরে বিদ্যুৎ নেই।
২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিবারই শীত আসার আগে ইউক্রেনের তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চেরনিহিভের বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে রিজার্ভ বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পানির প্রবাহ সচল রাখা হয়েছে এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। ইউক্রেন নিজেদের গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস তুলতে পারছে না রাশিয়ার হামলার কারণে। রয়টার্স
বিলাসবহুল বিমান ক্রয়ে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি। সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই দু’টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার। এর পুরোটাই সরকারি অর্থ। নিউইয়র্ক টাইমসে এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাক শুমার সোমবার এক ভিডিওবার্তায় এ ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।
ভিডিওবার্তায় শুমার বলেন, “সরকারি জবাবদিহিতা দফতরের (গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস- জিএও)- মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমরা জানতে চাই, জনগণের করের অর্থে এই বিলাসবহুল জেট বিমান কেনার পেছনে কোন ঘোড়ার ডিমের যুক্তি কাজ করেছে।” এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান দু’টি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন শুমার। কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দু’টি। তবে শুমার এ ব্যাখ্যা গ্রহণ করেননি। সোমবারের ভিডিওবার্তায় শুমার বলেন, “আমি পরিষ্কারভাবে বলছি- এমন একটি সময় আমরা পার করছি, যখন মার্কিনিদের খাবার ও গৃহস্থালি সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুণতে হচ্ছে, গাড়ির কিস্তির অর্থ নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে,। আনাদোলু এজেন্সি, নিউইয়র্ক টাইমস।
জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
জেন জি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের নেতা কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। গত সোমবার দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি।এরআগে গত শুক্রবার সেনা কর্মকর্তা র্যান্দ্রিয়ানিরিনা দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর কয়েক দিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। রাজাওনারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আমাদের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এদিকে, গত সপ্তাহের শেষের দিকে দেশত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। নির্বাসনে থেকেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যদিও মাদাগাস্কারের সেনাবাহিনীর ভেতরে বিভক্তি এবং ক্ষমতা দখলের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে। মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র্যান্দ্রিয়ানিরিনা। রয়টার্স