দ্য এক্সপ্রেস ট্রিবিউন, এএফপি : পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে লাখো হজ¦যাত্রী সৌদি আরবে আসছেন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং হজ¦যাত্রীদের চলাচল সহজ করতে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ¦যাত্রীদের বেশ কিছু পরামর্শ দিয়ে হজে¦র সময় সেগুলো মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরামর্শ ও নির্দেশনা পবিত্র হজে¦র ধর্মীয় আনুষ্ঠানিকতার সময় হজ¦যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্ধারিত স্থানগুলোর প্রতি সম্মান দেখালে হজে¦র ব্যস্ততম সময়ে ঝুঁকি কমবে এবং সহজে¦ চলাচলের ধারাবাহিকতা বজায় থাকতে সহায়তা করবে।’ এ জন্য মন্ত্রণালয় থেকে হজ¦যাত্রীদের তাঁবু ও আবাসন হোটেলের মতো বিশ্রামের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বিশ্রাম না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিভিন্ন প্রাঙ্গণে এবং লোকজনের চলাচলের পথের মতো ভিড়পূর্ণ জায়গায় শুয়ে পড়লে বিপজ্জনক জট তৈরি হয়। এতে হজ¦যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সংকটময় পরিস্থিতিতে জরুরি পরিষেবা দলগুলোর তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার সক্ষমতা ব্যাহত হয় বলে উল্লেখ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।