মেহের নিউজ: ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজ পুড়ে ছাই হয়েছে। ইরানী বার্তা সংস্থা জানিয়েছে, হরমুজগানের পারসিয়ান কাউন্টির বুস্তানো গ্রামে জাওয়াদ আল-আইম্মাহ ঘাটে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ১০টি বাণিজ্যিক জাহাজ পুড়ে যায়। ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও দমকল বাহিনী ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে। হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মেহরদাদ হাসান-জাদে জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, পার্শ্ববর্তী ফারস ও বুশেহার প্রদেশ থেকে দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। লামার্দ ও আসালুয়েহ শহর থেকে দমকল যান, বুশেহার ও শাহিদ রাজায়ী বন্দরের অগ্নিনির্বাপক নৌকা এবং বস্তাক, বন্দর লেঙ্গেহ ও পারসিয়ানের স্থানীয় উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হাসান-জাদে আরও বলেন, আগুন যেন আরও না ছড়িয়ে পড়ে সেজন্য প্রদেশের সব রকমের লজিস্টিক ও জরুরি সক্ষমতা কাজে লাগানো হয়েছে।