রয়টার্স : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। ট্রাম্পের প্রণীত এই ২১ দফা পরিকল্পনার একটি কপি সংবাদমাধ্যম আল আরাবিয়ার হাতে এসেছে। বৈঠক সম্পর্কে অবগত কূটনৈতিকরা জানান, পরিকল্পনাটিতে অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং ধাপে ধাপে গাজার কর্তৃত্ব হস্তান্তরের কথা বলা হয়েছে। কর্মকর্তাদের মনে করেন, মানবিক সহায়তা, রাজনৈতিক ছাড় এবং নিরাপত্তা নিশ্চয়তার ধারাবাহিক বিন্যাসের কারণে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করা কঠিন হবে।

পরিকল্পনার প্রধান দফাগুলো, নথি অনুযায়ী প্রাথমিক পদক্ষেপগুলো হলো, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি। সব জিম্মির নিঃশর্ত মুক্তি। হাজারো ফিলিস্তিনি বন্দির মুক্তি, যাদের মধ্যে ১০০ থেকে ২০০ জন কঠোর সাজাপ্রাপ্তও রয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তা অবাধ প্রবেশ নিশ্চিত করা। এছাড়া পরিকল্পনায় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বন্ধ করার কথা বলা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি আন্তর্জাতিক আরব বাহিনী হামাসের অস্ত্র সংগ্রহ করবে। বিনিময়ে, যারা নিরস্ত্র হয়ে গাজা ছাড়তে রাজি হবে তাদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব থাকবে।

প্রশাসন ও পুনর্গঠন :রোডম্যাপ অনুযায়ী, গাজা সাময়িকভাবে একটি আন্তর্জাতিক আরব নিরাপত্তা বাহিনীর মাধ্যমে পরিচালিত হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে একটি কমিটি গঠিত হবে, যারা দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখবে। নির্দিষ্ট সময় পর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে পিএ। পুরো গাজাজুড়ে নিরাপদ মানবিক করিডোর তৈরি করা হবে এবং পাঁচ বছরের মধ্যে পুনর্গঠন কাজ সম্পন্ন হবে, যা আন্তর্জাতিক ও আরব কনসোর্টিয়াম পরিচালনা করবে। যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেবে যে, ইসরাইল পশ্চিম তীর দখল (অ্যানেক্স) করবে না এবং উভয় পক্ষ ইসরাইলি-ফিলিস্তিনি চূড়ান্ত স্থিতি বিষয়ক আলোচনায় ফেরত আসবে। তবে পুরো পরিকল্পনার শর্ত হলোÍহামাসকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা ত্যাগ করতে হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এই সপ্তাহে একাধিক মুসলিম দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের অবসানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তিনি । ট্রাম্প জোর দিয়ে বলেছেন, একটি সফল চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে। ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস যোদ্ধারা এ আলোচনার ব্যাপারে অবগত রয়েছে। ট্রাম্প লিখেছেন, গত চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে। একটি সফল চুক্তি সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন ততদিন তা চলবে। এই অঞ্চলের সব দেশই এতে জড়িত। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ট্রাম্প ওই নেতাদের কাছে ২১ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা পেশ করেছেন। ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে আট মাস পার হলেও কোনও সমাধান মেলেনি। তার মেয়াদ শুরু হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে দুই মাসব্যাপী যুদ্ধবিরতি দিয়ে, যা শেষ হয় গত ১৮ মার্চ ইসরায়েলি হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ সপ্তাহে বলেছেন, গাজা নিয়ে শিগ্গিরই কোনও অগ্রগতি হতে পারে, যদিও উপকূলীয় এ ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের, বিশেষত শিশুদের ছবি, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক ক্ষোভ সৃষ্টি করেছে। এসব হামলায় কয়েক দশ হাজার মানুষ নিহত হয়েছে এবং গাজার পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ, গবেষক ও জাতিসংঘের এক তদন্ত বলছে, এটি গণহত্যার শামিল।