ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ

এখন ভারতের মুসলমানরা ধীরে ধীরে নিজেদের দেশেই বহিরাগত হয়ে পড়ছে। নাগরিকত্ব, সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক অংশগ্রহণÍ সব দিক থেকেই সংকুচিত হচ্ছে তাদের জায়গা। দার্শনিক হান্না আরেন্ট সতর্ক করেছিলেন যে নাগরিক রাজনৈতিক জীবনে অংশ নিতে পারে না, সে শুধু নিজের কণ্ঠ নয়, স্বাধীনতাও হারায়। ভারতের বহু মুসলমানের কাছে সেই সতর্কবাণী আজ আর তত্ত্ব নয়, প্রতিদিনের বাস্তবতা। তাদের অধিকার একে একে খর্ব হচ্ছে, নাগরিকত্বের প্রতিশ্রুতিও ধীরে ধীরে মুছে যাচ্ছে নিঃশব্দে। তুরস্কের সংবাদমাধ্যম এই নিবন্ধটি লিখেছেন মুম্বাই-ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক কবিতা আইয়ার। তিনি ভারতের গ্রামীণ রাজনৈতিক অর্থনীতি, জলবায়ু এবং জেন্ডার ইস্যুতে লেখালেখি করে থাকেন। টিএম, টিআরটি ওয়ার্ল্ডে

আটকে গেল যুক্তরাষ্ট ভারত বাণিজ্য আলোচনা

সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বের যেকোনও দেশের তুলনায় সর্বোচ্চ। এরই মধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ২৫ শতাংশ শুল্ক (রাশিয়ার তেল আমদানির কারণে) আরোপ করা হবে কি না, তা নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।এজন্য আলোচনায় বসতে ভারত সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দল ভারতের উদ্দেশে রওনা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ তাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বার্তা আসেনি। মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর আপাতত হচ্ছে না।রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর বাতিল করা হয়েছে।ভারতের ব্যবসায়িক ও আর্থিক সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিট শনিবার জানিয়েছে, আগামী থেকে ২৫-২৯ আগস্ট মার্কিন বাণিজ্য আলোচকদের নয়াদিল্লি সফর করার কথা ছিল। তবে তা বাতিল করা এতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য ২৭ আগস্টের সময়সীমা শুরু হওয়ার আগে কিছুটা স্বস্তি পাওয়ার আশা ম্লান হয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। রয়টার্স, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৩৫০ ছাড়াল

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন শতাধিক। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই প্রাণ হারিয়েছেন ৩০৭ জন। এ ছাড়া গিলগিট বালতিস্তানে ৫ জন এবং কাশ্মীরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম এর আগে খাইবার পাখতুনখাওয়ায় ২২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এখনো উত্তরাঞ্চলের বহু মানুষ আটকে আছেন। প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে পড়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে। হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। তবে বৈরী আবহাওয়ার কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন।বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি পাকিস্তানি সামরিক বাহিনীর। প্রত্যন্ত এলাকায় সহায়তা পৌঁছাতে এটি ব্যবহার করা হচ্ছিল।উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার। মানসেরা নামক পর্যটন এলাকা থেকে প্রায় ১ হাজার ৩০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অঞ্চলটিতে ভয়াবহ ভূমিধস ঘটে।বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের, বাজৌর, সুয়াত, শাংলা, মানসেহরা ও বাট্টাগ্রাম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। আল-জাজিরা।

কুয়েতে ভেজাল ব্যাপক অভিযানে শতাধিক গ্রেফতার

অভিযান চালিয়ে বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুয়েত। গ্রেফতারকৃতদের মধ্যে সন্দেহভাজন মূলহোতাও রয়েছেন। তারা সবাই এশিয়ার নাগরিক।সম্প্রতি দেশটিতে ভেজাল মদ পানে অন্তত ১৩ জনের মৃত্যুর হয়। এছাড়া আরও ২১ জন দৃষ্টিশক্তি হারায়। ভুক্তভোগীদের সবাই এশীয় বলে জানা গেছে।মধ্যপ্রাচ্যের দেশটিতে ভেজাল মদ পানে বুধবার থেকে ৬৩ জন অসুস্থ হয়েছেন।এ ঘটনার পরই নড়েচড়ে বসে কুয়েতি কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে একটি অপরাধমূলক নেটওয়ার্কের সাথে জড়িত বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে, যারা বিষাক্ত পদার্থ মিথানল তৈরি এবং বিতরণ করতেন বলে জানা গেছে।প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে তদন্তের পর সালমিয়া এলাকায় একজন এশিয়ান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, যার কাছে প্রচুর পরিমাণে মিথানল ছিল। ওই ব্যক্তি জানান, কীভাবে এই বিষাক্ত মিথানল তৈরি ও বিক্রি করা হয়।কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অধিকতর তদন্তের পর বিষাক্ত ওই পদার্থ বিক্রিতে জড়িত আরও দুই এশিয়ান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, পাশাপাশি অপরাধী নেটওয়ার্কের সাথে জড়িত প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তিনিও একজন এশিয়ান। খালিজ টাইমস