কাশ্মীরে ভারতের সেনাদের গাড়ি খাদে
জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায়। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর খাদে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই দুই জওয়ান মারা যায়। আহত হয়েছেন ১২ জওয়ান। জানা যায় গাড়িটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। গাড়িটি কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর এটি উল্টে খাদে পড়ে যায়।
স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সন্দীপ ভাট জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসা চলছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইন্টারনেট
৭৫ বছরের মধ্যে বড় দাবানল
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে ১৬ হাজার হেক্টর বনভূমি ও গ্রাম পুড়ে গেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে না এলেও,এর তীব্রতা কিছুটা কমেছে। একজন নিহত হয়েছেন। ডজনখানেক বাড়িঘর ধ্বংস হয়েছে। অড অঞ্চলের বনাঞ্চলের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এদের একজন আবার অগ্নিনির্বাপক কর্মী।ড্রোন থেকে তোলা ফুটেজে দেখা গেছে, আগুন প্যারিস শহরের আয়তনের চেয়ে দেড় গুণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ার পর,সেখানে বিস্তীর্ণ পোড়া জমি পড়ে আছে।স্পেনের সীমানা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, ভূমধ্যসাগরের কাছাকাছি এই দাবানলটি অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। কয়েক মাসের খরার ফলে এলাকায় শুষ্ক উদ্ভিদ থাকায় এবং প্রবল বাতাসে এটি এমনভাবে বিস্তার লাভ করেছে।আগুন এখন আগের তুলনায় ধীরে অগ্রসর হচ্ছে।‘রাতটা যেহেতু কিছুটা ঠান্ডা ছিল,তাই আগুন এখন ধীরে ধীরে ছড়াচ্ছে। তবে এটি ১৯৪৯ সালের পর ফ্রান্সে দেখা সবচেয়ে গুরুতর দাবানল’। রয়টার্স
ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া বাড়িয়ে বিতর্কে
নিজের বাড়ির পুরনো ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া ৭০০ পাউন্ড বাড়ানোর পর ব্রিটেনের গৃহহীনতা-বিষয়ক মন্ত্রী ও ব্রিটিশ-বাংলাদেশি রাজনীতিবিদ রোশনারা আলীকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এই ব্রিটিশ এমপি তার পূর্ব লন্ডনের টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করার পর উল্লেখযোগ্য পরিমাণ ভাড়া বাড়িয়ে পুনরায় তা তালিকাভুক্ত করার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে লেবার পার্টির জয়ের পর থেকে গৃহহীনতা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রোশনারা লন্ডনের অলিম্পিক পার্কের কাছে তার চার বেডরুমের টাউনহাউসের চারজন ভাড়াটের জন্য লিজ নবায়ন করেননি। একজন রেস্তোরাঁর মালিক লরা জ্যাকসনসহ এই ভাড়াটেদের নভেম্বর মাসে চার মাসের নোটিশ দিয়ে বাড়িটি খালি করতে বলা হয়েছিল। তারা তখন মাসিক ৩ হাজার ৩০০ পাউন্ড ভাড়ায় সেখানে থাকতেন।ভাড়াটেরা চলে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই জ্যাকসন দেখতে পান যে বাড়িটি প্রায় ৪ হাজার পাউন্ড মাসিক ভাড়ায় পুনরায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যা আগের মাসিক ভাড়ার চেয়ে ৭০০ পাউন্ড বেশি। আই পেপার
জাপানের যুদ্ধবিমান বিধ্বস্ত
জাপানের একটি একক-ইঞ্জিনের এফ-২এ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন প্যাসিফিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। জাপানের বিমান আত্মরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।যুদ্ধবিমানটি স্থানীয় সময় দুপুরের পরপরই হিয়াকুরি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি পূর্ব জাপানের উপকূলবর্তী অঞ্চলের ওপর দিয়ে প্রশিক্ষণ মিশনে ছিল।বিধ্বস্তের পর পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে কোনো জাহাজ বা নৌযানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।এর আগে চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় জাপানের আইচি প্রদেশে একটি টি-৪ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছিল। আনাদোলু এজেন্সি।
চীনে ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে ৫ জনের মৃত্যু
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি দর্শনীয় স্থানে ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে পড়ায় ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন। ঘটনাটি ঘটে গতবুধবার সন্ধ্যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার পর এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে চীনের কেন্দ্রীয় সরকার একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে, যারা আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার কারণ তদারকি করবে।ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলোর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।ভিডিওতে দেখা যায়, সেতুটি হেলে পড়েছে, একাংশ নদীর উপর ঝুলে রয়েছে এবং কিছু মানুষ নিচে পড়ে যাচ্ছেন। একজনকে কাঠের প্ল্যাঙ্কে করে সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা গেছে। শিনহুয়া , রয়টার্স