রয়টার্স. জিও নিউজ : মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে চীন। এক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং কোনও দেশকে ‘বিশ্বের বিচারক’ হিসেবে কাজ করা মেনে নিতে পারে না।
স্থানীয় সময় গত রোববার বেইজিংয়ে এক বৈঠকে ওয়াং তার প্রতিপক্ষ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা কখনই বিশ্বাস করিনি, যে কোনও দেশ বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে পারে। কোন জাতি বিশ্বের বিচারক হওয়ার দাবি করতে পারে।
ওয়াং ই আন্তর্জাতিক আইনের অধীনে সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটা চীনের জন্য একটা বড় ধাক্কা ছিল, আমরা ভেনেজুয়েলার একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখাতে চেয়েছিলাম। এছাড়া মাদুরো আটকের পর একজন চীনা সরকারি কর্মকর্তা মাদুরো এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি কিউ জিয়াওকির মধ্যে বন্দী হওয়ার কয়েক ঘন্টা আগে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। এদিকে মাদকের অভিযোগে গতকাল সোমবার নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।
পাকিস্তান-চীন বন্ধুত্ব ‘আঞ্চলিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পাকিস্তান-চীন বন্ধুত্ব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার বেইজিংয়ে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম কৌশলগত সংলাপের সময় দুই নেতা এই মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বৈঠকে সহ-সভাপতিত্ব করার জন্য ইসহাক দার শনিবার বেইজিং পৌঁছান।
বৈঠকে দুই পক্ষই পাকিস্তান-চীন সম্পর্কের পুরো পরিসর পর্যালোচনা করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তারা আরও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে ছিল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি), বাণিজ্য, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ।
বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা পাকিস্তান-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেন। এছাড়া ইসহাক দার ও ওয়াং ই যৌথভাবে পাকিস্তান-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ লোগো উন্মোচন করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই উদ্বোধন বছরজুড়ে উদযাপনের সূচনা- যা এই ঐতিহাসিক মাইলফলককে সম্মান জানাবে, আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে স্মরণ করবে এবং ভবিষ্যতের জন্য নতুন অংশীদারত্বের দিগন্ত উন্মোচন করবে।
সপ্তম কৌশলগত সংলাপের আগে ইসহাক দার চীনা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন, যার বেশিরভাগই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর কেন্দ্রীভূত ছিল। রবিবারের আগের এক বৈঠকে ইসহাক দার চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শ্যুএক্সিয়াংয়ের সাথে সাক্ষাৎ করেন এবং পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গেও বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও অগ্রগামী ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।