ইন্টারনেট: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছেন, আরও দেশ হয়তো ভবিষ্যতে ইসলামাবাদের সঙ্গে একই ধরনের ব্যবস্থা চাইবে। সৌদি আরবের বিমানবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আল হামাদও আল-আরাবিয়াকে বলেছেন, এই চুক্তি ন্যাটোর আর্টিকেল-৫ এর মতোই মূলনীতি অনুসরণ করে যে এক দেশের ওপর আক্রমণ মানেই সব দেশের ওপর আক্রমণ।
যদিও ন্যাটোর সঙ্গে তুলনায় এসএমডিএ এখনো সীমিত। ন্যাটোতে ৩২টি দেশ, সমন্বিত কমান্ড কাঠামো ও পারমাণবিক অস্ত্র ভাগাভাগির ব্যবস্থা রয়েছে। বিপরীতে এসএমডিএ দুই দেশের দ্বিপক্ষীয় চুক্তি, যা দীর্ঘদিনের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তবুও চুক্তিটি আলোড়ন তুলেছে পাকিস্তানের খোলামেলা অবস্থানের কারণে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রকাশ্যে স্বীকার করেছেন “প্রতিরোধ ক্ষমতা প্রয়োজনে উন্মুক্ত থাকবে।” বর্তমানে এটিকে অনেকে ‘মিনি-ন্যাটো’ বললেও বাস্তবে এটি একটি নমনীয় দ্বিপক্ষীয় চুক্তি, যা ভবিষ্যতে অন্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত বা মিসর যুক্ত হলে নতুন আকার পেতে পারে। অবশ্য সৌদি আরব কি পাকিস্তানের ওপর ভর করে নিজেকে ইরান, মার্কিন দ্বিধাদ্বন্দ্ব ও আঞ্চলিক বিশৃঙ্খলা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির পরবর্তী অধ্যায় অনেকাংশে নির্ভর করছে এই বাজির ওপর।