রয়টার্স : ইরান ও ইসরাইলের মধ্যে সশস্ত্র সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে। গত মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরানের ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আর্মেনিয়ার সীমান্ত দিয়ে কিছু ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘দূতাবাস পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে আরও সতর্কতামূলক পরামর্শ জারি করা হতে পারে।’ ইরানের উত্তরে অবস্থিত উর্মিয়া শহর থেকে প্রায় ১০০ জন ভারতীয় ছাত্র সোমবার সন্ধ্যার মধ্যে আর্মেনিয়ার সীমান্তের কাছে পৌঁছেছেন। আজ (মঙ্গলবার) এদের বিমানযোগে দ্রুত নিরাপদ দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার। নিরাপত্তা অবনতির কারণে ভারত সরকার দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে শিক্ষার্থীদের নিরাপদ এলাকা, যেমন কোম ও ইয়াজদে স্থানান্তর শুরু করেছে। ইতোমধ্যে তেহরানের শিক্ষার্থীদের একটি বড় অংশ কোমে স্থানান্তর করা হয়েছে, যেখানে পরিস্থিতি অপেক্ষাকৃত স্থিতিশীল বলে মনে করা হচ্ছে। শিরাজ ও ইসফাহান থেকে শিক্ষার্থীদের ইয়াজদে স্থানান্তর চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান উত্তেজনার মধ্যে ভারত সরকার ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সক্রিয় ভূমিকা নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আঞ্চলিক যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে। এর মধ্যেই আর্মেনিয়া সীমান্ত দিয়ে দেশত্যাগের উদ্যোগ নেওয়া ভারত সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জীবনরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।