বৈঠক চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের চেষ্টা করছেন বলে যে খবর ছড়িয়েছে, তা অস্বীকার করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প বলেছেন, শি’র আমন্ত্রণে তিনি চীন সফরে যেতে পারেন। গত সোমবার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যম বলছে আমি চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে ‘শীর্ষ বৈঠক’ চাচ্ছি। এটা সঠিক নয়, আমি কিছুই চাচ্ছি না!’ ট্রুথ সোশালে ট্রাম্প আরও বলেন, ‘আমি চীন যেতে পারি, তবে শুধু প্রেসিডেন্ট শি’র আমন্ত্রণে, যা ইতোমধ্যে দেওয়া হয়েছে। না হলে, আগ্রহ নেই!’ ট্রাম্পের এই মন্তব্য আসে এমন সময়ে, যখন গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প ও শির উপদেষ্টারা এই বছরের শেষ দিকে এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, ট্রাম্প ও শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের ফাঁকে বৈঠক করতে পারেন। রয়টার্স, আল জাজিরা

অস্কারজয়ী চলচ্চিত্রকর্মীকে গুলী করে হত্যা

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক ওদেহ মুহাম্মদ হাদালিনকে গুলি করে হত্যা করেছে এক ইসরাইলি বসতি স্থাপনকারী। রাতে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় লিখেছে,অধিকৃত পশ্চিম তীরের উম্ম আল-খাইর গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় হাদালিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হাদালিন তার সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিলেন। তিনি অস্কার বিজয়ী চলচ্চিত্র নো আদার ল্যান্ড -এর নির্মাতাদের সহায়তা করেছিলেন। চলচ্চিত্রটি ফিলিস্তিনি সম্প্রদায়ের মাসাফের ইয়াত্তার উপর ইসরাইলি বসতি স্থাপনকারী এবং সৈন্যদের আক্রমণের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ‘নো আদার ল্যান্ড’-এর নির্মাতা দুই সাংবাদিক ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম এবং ফিলিস্তিনি সাংবাদিক বাসেল আদরাও নিশ্চিত করেছেন যে ওই কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় আদরা লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু ওদাহকে আজ সন্ধ্যায় হত্যা করা হয়েছে।’ আদরা আরও বলেছেন, ‘তিনি তার গ্রামের কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন একজন বসতি স্থাপনকারী তার বুকে গুলি চালায়’। ওয়াফা, রয়টার্স

জন্মহার বাড়াতে ৩৬০০ ইউয়ান দেবে চীন সরকার

চীন সরকার তাদের দেশের তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে ৩,৬০০ ইউয়ান প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই কেন্দ্রীয় ভাতার কার্যক্রম শুরু হয়েছে। দেশের জন্মহার হঠাৎ করে কমে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। সরকারি তথ্য অনুযায়ী, এই ভাতা প্রাথমিকভাবে প্রায় ২০ মিলিয়ন পরিবারকে সহায়তা করবে। প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ ১০ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে, যা তিন বছরের জন্য দেওয়া হবে। গত কয়েক বছর ধরে চীনে জন্মহার দ্রুত কমছে। এক সময়ের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি এখন জনসংখ্যা সংকটের মুখে পড়েছে। ২০২৪ সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র ৯.৫৪ মিলিয়ন শিশু। যদিও সংখ্যাটি ২০২৩ সালের চেয়ে কিছুটা বেশি, কিন্তু এটি এখনো অত্যন্ত কম এবং যথেষ্ট নয় ভবিষ্যৎ অর্থনীতি ও শ্রমশক্তি ধরে রাখার জন্য। বিবিসি

চীনে প্রবল বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বেইজিংয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। বন্যায় প্রায় ১৩০টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এখানকার বাসিন্দারা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন। এছাড়া বেইজিংয়ে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকারীরা বুক-গভীর বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন, যেখানে ভারী বন্যার কারণে গাড়ি ডুবে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের শহরতলির জেলা মিয়ুন। সেখানকার একজন বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকালে তিনি তার অ্যাপার্টমেন্টের বাইরে বন্যার পানিতে যানবাহন ভেসে যেতে দেখেছেন। তখন একটি ক্রলার ক্রেনের সাহায্যে মানুষ এবং একটি পোষা কুকুরকে নিরাপদ স্থানে তুলে নেওয়া হয়। বেইজিংয়ের আরেক বাসিন্দা জানান, খুব দ্রুত এবং হঠাৎ করেই বন্যা হলো। কিছুক্ষণের মধ্যেই জায়গাটি পানিতে ভরে গেল। এদিকে বেইজিংয়ের অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দাদের সহায়তার জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। বছরের এই সময়টাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেইজিংয়ে। বিবিসি