গোল্ডেন ভিসা চালু ওমানের

ওমান সরকার ৩১ আগস্ট থেকে চালু করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে নির্বাচিত বিনিয়োগকারীরা ওমানে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পাবেন। একইসঙ্গে দেশটির বাণিজ্য ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ ডিজিটাল সংস্কার। যা ওমানকে আরও আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব পরিবেশে রূপান্তর করবে।ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সংবর্ধনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আল মাজিদা কোম্পানিজ’ নামে আরেকটি নতুন উদ্যোগেরও সূচনা হবে ওই দিন, যা দেশের সফল ও কার্যকর ওমানি কোম্পানিগুলোকে সহযোগিতা করবে। একইসঙ্গে ‘ওমান বিজনেস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক নিবন্ধন (কমার্শিয়াল রেজিস্ট্রেশন) ইলেকট্রনিক হস্তান্তরের নতুন সেবা চালু করা হবে।এই উদ্যোগগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ধোফার প্রদেশের সালালাহ শহরে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গভর্নর সাইয়্যেদ মারওয়ান বিন তুর্কি আল সাঈদ।অনুষ্ঠানে আরও যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে ওমানের নির্মাণ খাতের বিকাশ। এ লক্ষ্যে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ওমান এনার্জি অ্যাসোসিয়েশন এবং ইবিনা'র সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করবে সরকার।গোল্ডেন ভিসা কর্মসূচি ও সংশ্লিষ্ট সংস্কারগুলো বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সুযোগ করে দেবে। একই সঙ্গে দেশীয় ব্যবসাগুলোকেও প্রণোদনা দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করা হবে।বাণিজ্যিক নিবন্ধনের ডিজিটাল স্থানান্তর ব্যবসায়িক ব্যয় ও সময় কমাবে, স্বচ্ছতা বাড়াবে এবং ওমানকে একটি সম্পূর্ণ ডিজিটাল বাণিজ্য পরিবেশে নিয়ে যাবে।এই পদক্ষেপগুলো ওমান সরকারের টেকসই ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গঠনের প্রতিশ্রুতির অংশ। গালফ নিউজ

নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়া বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়া।নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতি চলছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।এনএএফ-এর মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছেন, শনিবার বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়।এ অঞ্চল প্রায়ই বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী ভিন্নমতাবলম্বী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে দু’টি গোষ্ঠীই উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সেনাদের ওপর হামলা বাড়িয়েছে। আল-জাজিরা।

শীর্ষ সম্মেলনের আশা ম্লান

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলের আরও দুটি গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা। বিশ্ব নেতারা যখন সংঘাতের অবসান ঘটাতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই রাশিয়া সামরিক চাপ আরও বাড়িয়েছে।যারা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শীর্ষ বৈঠকের আহ্বান জানিয়েছিল তাদের সাথে দক্ষিণ আফ্রিকাও তার সমর্থন যোগ করেছে। রাশিয়ার সেনারা পূর্বাঞ্চলীয় ডোনেটস্কে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। ব্যয়বহুল লড়াইয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে কিয়েভের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তাদের বাহিনী স্রেডনে এবং ক্লেবান বাইক নামের দুটি গ্রাম দখল করেছে। ক্লেবান-বাইক দখল মানে হবে কোস্তিয়ানতিনিভকার দিকে আরও অগ্রগতি। যা ক্রামাতোরস্ক যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ দুর্গনগরী এবং সেখানে ইউক্রেনের একটি বড় লজিস্টিক ঘাঁটি অবস্থিত। গত শুক্রবার রাশিয়া দাবি করেছিল যে, তাদের সেনারা ডোনেটস্ক অঞ্চলের আরও তিনটি গ্রাম দখল করেছে। অঞ্চলটি রাশিয়া ২০২২ সালের সেপ্টেম্বরে সংযুক্ত করার দাবি জানায়।তারা রুশ অগ্রযাত্রা থামিয়ে দিয়ে ডোনেটস্ক অঞ্চলের জেলেনি গাই গ্রাম পুনর্দখল করেছে। জুলাই মাসে রাশিয়া দাবি করেছিল যে, গ্রামটি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। এটি দিনিপ্রোপেত্রোভস্ক সীমান্তের কাছে অবস্থিত এবং ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। রামাফোসার শান্তি সম্মেলন সমর্থন: রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি এমন সময় ঘটছে যখন রুশ ও ইউক্রেনীয় প্রেসিডেন্টদের মধ্যে শীর্ষ সম্মেলনের আশা ক্ষীণ হয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে এমন এক সম্মেলনের পক্ষে জোর দিচ্ছিলেন। গত শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে শান্তি সম্মেলনের আহ্বানে তার সমর্থন জানান। ব্যারন’স, এএফপি