ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড
হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। গতকাল বুধবার কেরালার প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। এ দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং রাষ্ট্রপতি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।কেরালা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে প্রামাদমকে নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তবে কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি হেলিপ্যাড। হেলিকপ্টারের চাকাগুলো মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল। এদিকে, চার দিনের কেরালা সফরে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। ওই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের কারণে কপ্টারের পিছনের অংশ অনেকটা দেবে যায়। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে নিজ কার্যালয়েই গুলী করে হত্যা
শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক নেতাকে গতকাল বুধবার তার কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজনীতিবিদের নাম লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)। তিনি উপকূলীয় শহর ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান ছিলেন।পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানায়, বিক্রমাসেকেরা তার কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। সেসময় এক বন্দুকধারী সেখানে প্রবেশ করে। রিভলভার দিয়ে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই রাজনীতিবিদ।এই হামলায় অন্য কেউ আহত হননি। বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, হত্যাকারীকে ধরতে তদন্ত চলছে। তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।নিহত বিক্রমাসেকেরা বিরোধী দল সামাগি জানা বালাভেগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন। ওয়েলিগামা পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে শাসক দলের সঙ্গে এই দলটির তিক্ততা চলছিল।চলতি বছর শ্রীলঙ্কায় সহিংস অপরাধের প্রবণতা বেড়েছে। এর বেশিরভাগই মাদক চক্র এবং সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত বলে জানা যায়। এনডিটিভি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬
উগান্ডায় একটি প্রধান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ ক’জন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এক্সে একটি বিবৃতি দিয়ে দেশটির পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪৬ জন প্রাণ হারায় এবং আরও বেশ ক’জন আহত হয়।যদিও দেশটির পুলিশ আগে জানিয়েছিল, এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন হয়েছে। রয়টার্স, আনাদোলু এজেন্সি
এবার দলীয় নেতৃত্ব থেকে পদত্যাগ করলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা গতকাল বুধবার পদত্যাগ করেছেন দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল ফিউ থাই পার্টি-এর নেতৃত্ব থেকে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নের এই সিদ্ধান্ত দেশটির রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের দীর্ঘদিনের প্রভাবের অবসানের ইঙ্গিত হতে পারে বলে বিশ্লেষকদের মত। খবর এএফপিরমাত্র এক বছরেরও কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আগস্টে আদালতের আদেশে পদচ্যুত হন ৩৯ বছর বয়সী পেতংতার্ন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ নিষ্পত্তির সময় নীতিগত লঙ্ঘনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পেতংতার্নের পদত্যাগ দলের জন্য একটি ‘সম্পূর্ণ সংস্কারের’ সুযোগ এনে দিয়েছে। সেখানে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘আমার পদত্যাগ দলটিকে আরও উন্নত ও শক্তিশালী করার সুযোগ দেবে, যাতে আমরা ভবিষ্যতের নির্বাচনে জয়ী হতে পারি।’তবে তিনি জানিয়েছেন, দল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। ‘আমি এখনও দলের একজন সদস্য এবং থাইল্যান্ডের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব,’ বলেন পেতংতার্ন।দুই দশকেরও বেশি সময় ধরে সিনাওয়াত্রা পরিবার থাইল্যান্ডের রাজনীতি, বিশেষ করে ফিউ থাই পার্টির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এই পরিবার বারবার সামরিক ও রাজতান্ত্রিক অভিজাতদের বিরোধিতার মুখে পড়েছে। থাকসিন সিনাওয়াত্রা নিজেও বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাদ- ভোগ করছেন। সিনাওয়াত্রা পরিবারের ছায়া থেকে ফিউ থাই পুরোপুরি বের হতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ইউত্তাপর্ন ইসারাচাই এএফপিকে বলেন, ‘কে দলীয় নেতৃত্বে আছেন, সেটা বড় বিষয় নয়। ফিউ থাই দীর্ঘদিন ধরেই সিনাওয়াত্রা পরিবারের পরোক্ষ প্রভাবেই পরিচালিত হয়ে এসেছে এবং সম্ভবত তা চলতেও থাকবে।’ এএফপি