বিবিসি : শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে পার্ক, সমুদ্র সৈকত, স্কুলের আশপাশ, বাসস্টপ, খেলার মাঠসহ সব ধরনের উন্মুক্ত এলাকাÍযেখানে শিশুদের উপস্থিতি সাধারণত বেশি থাকে। নতুন আইন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে এসব স্থানে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা হবে। ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ক্যাথরিন ভাত্রাঁ এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “যেখানে শিশু আছে, সেখানে তামাকের কোনো স্থান নেই। ধূমপানের স্বাধীনতা সেখানেই শেষ হওয়া উচিত, যেখানে শিশুরা মুক্তভাবে নিশ্বাস নেওয়ার অধিকার রাখে।” তবে রেস্টুরেন্ট ও বারের বাইরে খোলা বসার স্থান, যাকে ফরাসি ভাষায় ‘তেরাস’ বলা হয়, সেগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিয়ম ভাঙলে গুনতে হবে ১৩৫ ইউরো (প্রায় ১৫৩ মার্কিন ডলার) জরিমানা। আইন বাস্তবায়নে দায়িত্ব থাকবে সাধারণ পুলিশের হাতে। তবে মন্ত্রী আশা করছেন, জনগণ স্বেচ্ছায় এই নিয়ম মেনে চলবে। এই নিষেধাজ্ঞা আপাতত ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে মন্ত্রী জানিয়েছেন, তিনি ই-সিগারেটেও নিকোটিনের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন। ফ্রান্সে ধূমপানবিরোধী প্রচার নতুন নয়। ২০০৮ সাল থেকে রেস্টুরেন্ট, নাইটক্লাবসহ সব ধরনের আবদ্ধ স্থানে ধূমপান নিষিদ্ধ রয়েছে। তবে খোলা জায়গায় নিষেধাজ্ঞা জারির উদ্যোগ এতদিনেও আইনি ভিত্তি না থাকায় বাস্তবায়ন সম্ভব হয়নি। ইতোমধ্যে ফ্রান্সের দেড় হাজারেরও বেশি পৌরসভা নিজ উদ্যোগে এই ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
এশিয়া
শিশুদের সুরক্ষায় খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ ফ্রান্সের
শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে পার্ক, সমুদ্র সৈকত, স্কুলের আশপাশ, বাসস্টপ, খেলার মাঠসহ সব ধরনের উন্মুক্ত এলাকাÍযেখানে শিশুদের উপস্থিতি সাধারণত বেশি থাকে। নতুন আইন অনুযায়ী আগামী ১ জুলাই