রয়টার্স : ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।

স্থানীয় উদ্ধার সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং বলেন, ‘আরও অনেকে নিখোঁজ হয়ে থাকতে পারেন, এই আশঙ্কায় আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছি।’ তিনি জানান, উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি আহতদের অবস্থা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতির হিসাবও নিচ্ছে।

সোমবার ভোরে প্রবল বৃষ্টির পর সিয়াউ তাগুলানদাং বিআরো অঞ্চলের সিয়াউ দ্বীপে বন্যাটি আঘাত হানে। এ ঘটনায় ১৬ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত প্রধান সড়কগুলোতে পাথর, ধ্বংসাবশেষ ও ঘন কাদা জমে যান চলাচল ব্যাহত হচ্ছিল।

দেশটির দুর্যোগ প্রশমন বিষয় রাষ্ট্রীয় সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, অন্তত ৪৪৪ জনকে নিরাপদে সরিয়ে স্থানীয় স্কুল ও গির্জায় আশ্রয় দেওয়া হয়েছে। সড়কে জমে থাকা পাথর ও কাদা অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিয়ুস সেলভানুস বলেন, বন্যায় শত শত বাড়িঘর ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সুলাওয়েসিতে বর্তমানে বর্ষাকালের চূড়ান্ত পর্যায় চলছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির একাধিক অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। গত বছর সুমাত্রায় ঘূর্ণিঝড়জনিত বন্যায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।